নানা আয়োজনে চট্টগ্রামে আইয়ুব বাচ্চুকে স্মরণ

প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে নানা আয়োজনে চট্টগ্রামে স্মরণ করা হয়েছে।

চট্টগ্রামে ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 03:53 PM
Updated : 18 Oct 2020, 03:53 PM

বেশ কয়েকটি সংগঠন রোববার বিকালে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আইযুব বাচ্চুকে স্মরণ করে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল আইয়ুব বাচ্চুর কবরে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, স্মরণ সভা, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও মেজবান।

রোববার সন্ধ্যায় নগরীর রীমা কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম স্টেজ পারফরমার অ্যান্ড সাউন্ড লাইটিং ফোরাম’ স্মৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল এবং মেজবানের আয়োজন করে।

তার আগে বিকালে সংগঠনের পক্ষ থেকে আইয়ুব বাচ্চুর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রামে প্রয়াত শিল্পীর সাথে সংশ্লিষ্ট শিল্পী, যন্ত্রশিল্পী এবং মিউজিশিয়ানরা স্মৃতিচারণ করেন।

জ্যেষ্ঠ ব্যান্ডশিল্পী জ্যাকব ডায়েস, শিল্পী আলাউদ্দিন তাহের, সাউন্ড ব্যবসায়ী সমিতির সবাপতি কাজী রবিউল হোসেন, শিল্পী কামরুল আযম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শাহাদাত হোসেন, রায়হান কাদির চৌধুরীসহ অনেকেই আইয়ুব বাচ্চুর স্মুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন।

এ অনুষ্ঠানে এতিম ও দু:স্থ মানুষসহ পাঁচশর অধিক মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।

এদিকে বিকালে নগরীর মোমিন রোড এলাকায় চাটগাইয়া নওজোয়ান নামে একটি সংগঠন আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মরনানুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আরম সুজন।