গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন মীর মাসুম

দুই বছর হয়ে গেল বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির লিজেন্ড, আইয়ুব বাচ্চুর প্রয়াণে। তাকে এই দিনে স্মরণ করেন তার ভক্ত, কাছের মানুষ এবং তার সুরের অনুরাগী সকলে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 07:03 AM
Updated : 18 Oct 2020, 07:04 AM

বিশেষ করে যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের আবেগ আজ বাঁধ ভাঙা।  তাদের মাঝেই একজন মীর মাসুম।

২০১৮ এর ১৮ অক্টোবর সকাল দশটায় তিনি যে খবরে মুষড়ে পড়েছিলেন - তা হলো আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ।

সেই অনুভূতি ভাষায় প্রকাশের নয় কখনও। কিন্তু সুরে তিনি প্রকাশ করতে ভুল করেননি। তাই ২০১৯ সালে তিনি প্রকাশ করেছিলেন, ‘ওয়ান ইয়ার উইথআউট ইউ’।

আর ২০২০ সালে ঠিক সকাল দশটায় অন্তর্জালে প্রকাশিত হলো আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা প্রকাশের আরেকটি ট্রিবিউট, ‘টু ইয়ার উইদআউট ইউ’’।

মিনহাজ মেহেরকে সঙ্গী করে মীর মাসুম জানালেন এই ভালোবাসা।

মীর মাসুম গ্লিটজকে বলেন, “তাকে ছাড়া দুই বছর- এর থেকে বেশি আর কিছু বলার নেই।..”

আইয়ুব বাচ্চুর সঙ্গে তার অসংখ্য স্মৃতি। তারমধ্যে যেটি মনে করলে তিনি আজও হাসেন, তা হলো- মীরের চট্টগ্রামের ভাষায় কথা বলায় চেষ্টায় এবির হাসি।

মীর মাসুম বলেন,  “বিভিন্ন শোতে এবির সঙ্গে আমার দেখা হতো। দেখা হলেই আমি চট্টগ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করতাম। আর তিনি হাসতেন। আজও শো হয়- এবিকে আর পাই না কোথাও।”

আজ বিকেলে মীর মাসুমসহ অনেকেই চট্টগ্রামে যাচ্ছেন আইয়ুব বাচ্চুর শেষ শয়নের স্থানটি পরিদর্শন করতে।