এখনও ফিরে আসার যুদ্ধে আছেন ‘ফেলুদা’

১২ ও ১৩ অক্টোবর -এই দুদিন ভীষণ দুশ্চিন্তায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভক্তরা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 11:23 AM
Updated : 15 Oct 2020, 03:54 AM

সৌমিত্র চট্টোপাধ্যায় অর্থাৎ বাংলার ফেলুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যখন সঙ্কটে- তখন কী করে আর ভালো থাকতে পারে তার ভক্ত- দর্শক!

গুজবে বাতাস ভারী হয়, ফেলুদা কি তবে নেই?

অবশেষে ১৩ অক্টোবর স্বস্তির আভাস দেন তার কন্যা পলৌমি বোস।

নিজস্ব ফেইসবুক থেকে জানান, তার বাবা ঠিক আছেন।

তিনি আরও অনুরোধ করেন কোনো রকমের ভুল তথ্য দিয়ে তার শুভাকাঙ্খীদের বিভ্রান্ত না করতে।

পলৌমির ভাষ্যমতে, সৌমিত্র চট্টোপাধ্যায় ভালো আছেন বটে- তবে এখনও সঙ্কটমুক্ত নন।

কলকাতার একটি স্থানীয় পত্রিকার বরাতে বলা হয়- আগের থেকে শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।

বুধবার, ১৪ অক্টোবর সৌমিত্রের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।

কো-মর্বিডিটি এবং বয়সজনিত কারণে মাঝেমধ্যেই শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। তবে তিনি শারীরিকভাবে চিকিৎসা পদ্ধতিতে সাড়াও দিচ্ছেন বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর।

বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেতা।

ইতিমধ্যে তাকে দুবার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে যা কাজে এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এছাড়ায় শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। সোডিয়ামের মাত্রা নিয়ে চিকিৎসকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

মঙ্গলবারই ইকো, ইসিজি এবং রক্ত পরীক্ষা হয় তার।

করোনাভাইরাসের পাশাপাশি তার শরীরে থাকা ক্যান্সার আবার ফিরে এসেছে।

প্রোস্টেটের ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে- জানিয়েছে হাসপাতাল সূত্র।