ধর্ষণবিরোধী মানববন্ধনে মৌসুমী-ওমর সানী

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারা দেশের সব ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছেন মৌসুমী ও ওমর সানী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 11:07 AM
Updated : 8 Oct 2020, 11:07 AM

বুধবার দুপুরে রাজধানীর টিএসসিতে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনটির মুখপাত্র ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও এতে অংশ নেন।

কান্নাজড়িত কণ্ঠে মৌসুমী তার বক্তব্যে বলেন, “ধর্ষণের শিকার নারীকে সারাজীবন ধর্ষিতার পরিচয় বহন করে যেতে হবে। এটা মৃত্যুর শামিল নয়? যদি তাই হয় তাহলে ধর্ষকের কেন বিচার হবে না? আমাদের ঘরে ঘরে যে কান্না সেটা ধর্ষক দেখতে পায়? আমাদের মধ্যে মনুষত্ববোধ রয়েছে। সেটাকে জাগিয়ে তুলতে হবে।”

মানববন্ধন থেকে টিপিবি তরফ থেকে তোলা তিনটি দাবির প্রতি সংহতি জানিয়েছেন এ চিত্রনায়িকা।

দাবিগুলোঃ

১. অপরাধের মাত্রা বিবেচনায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ডের বিধান রেখে, অনতিবিলম্ব বিদ্যমান ১৬০ বছর পুরনো, সেকেলে দণ্ডবিধি আইন সংশোধন।

২. ধর্ষণ ও যৌন নির্যাতন সংক্রান্ত ফৌজদারি আমলযোগ্য অপরাধে, যেকোনো পর্যায়ে সালিশ-বিচার মীমাংসার নামে প্রহসন বন্ধ করতে কঠোর নির্দেশনা প্রদান।

৩. ধর্ষণ মামলায় বাদী তথা ভুক্তভোগীর পক্ষে আইনজীবী নিয়োগ ও মামলা পরিচালনার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র কর্তৃক বহন শতভাগ নিশ্চিত করা।