শওকত আলী ইমনের জামিন নাকচ

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনের জামিন হয়নি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 05:28 PM
Updated : 29 Sept 2020, 05:28 PM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেনের কাছে শওকত আলী ইমনের পক্ষে তার আইনজীবী মো. সেলিম একে মুজাহেদী জামিন আবেদন করে। বাদীপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান।

গত ২০ সেপ্টেম্বর ইমনের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হৃদিতা রেজা।

এরপর ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে ইমনকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একটি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা রেজাকে গত ২৭ ফেব্রুয়ারি বিয়ে করেন ইমন। মাস দুয়েক আগেও ইমনের বিরুদ্ধে স্ত্রী হৃদিতাকে নির্যাতনের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে।

প্রথম স্ত্রী বিজরী বরকতউল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর ২০১২ সালে নৃত্যশিল্পী তিথি কবীরকে বিয়ে করেন ইমন।

বিচ্ছেদের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিথির মামলায়ও গ্রেপ্তার করা হয়েছিল ইমনকে।