প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমরজিৎ রায়ের গান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘বঙ্গকন্যা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সমরজিৎ রায়।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 09:47 AM
Updated : 29 Sept 2020, 09:47 AM

শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের পরদিন মঙ্গলবার গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘সব হারানো পাথর শোকে ভেঙে গেছে কোমল মন। ভাঙেনি তার দেশের স্বপন, দেশের তরে কঠিন পণ’-এমন কথায় গানটি লিখেছেন গীতিকার শাকির দেওয়ান। সুর ও সঙ্গীতায়োজনও করেছেন সমরজিৎ।

সমরজিৎ রায় বলেন,“বঙ্গবন্ধুর আত্মত্যাগের ফলস্বরূপ যে সোনার বাংলা আমরা পেয়েছি, শত প্রতিকূলতার মধ্যেও শক্তভাবে হাল ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন যোগ্য পিতার যোগ্য কন্যা আমাদের বঙ্গকন্যা, মানবতার দূত।

“এই দেশের একজন সাধারণ নাগরিক ও শিল্পী হিসেবে ওনার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ থেকেই আমার এই নিবেদন, ওনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘায়ু কামনা করি। আশা করি গানটি সবার ভালো লাগবে।"

গানের প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির অডিও ধারণে ছিলেন অজয় মজুমদার, ভিডিও দৃশ্যধারণ করেছেন প্রসেনজিৎ চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন প্রেম প্রকাশ কর্ণ।