বর্ণবাদ নিয়ে শহরতলীর গান

বর্ণবাদ নিয়ে ‘উপছায়া’ শিরোনামে গান প্রকাশ করছে শহরতলী ব্যান্ড।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 09:28 AM
Updated : 27 Sept 2020, 09:28 AM

ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’র তৃতীয় গানটি এপ্রিলের শুরুতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গানে একজন প্রেমিকা তার বাহ্যিক কালো বর্ণের কারনে প্রেমিকের পরিবার থেকে চরম অগ্রাহ্য ও প্রত্যাখ্যাত হয়ে অপমানে, দুঃখে আত্মহত্যার পথ বেছে নেয়ার মত চলমান নির্মম বাস্তবতাকে তুলে আনা হয়েছে।

ব্যান্ডের সদস্যরা আশা করছেন, গানের বার্তাগুলো সমাজের বর্ণবাদজনিত ঋণাত্মক মূল্যবোধকে আরেকবার নাড়া দেবে ও শহরতলী’র ভক্ত- শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

‘শহরতলী’র তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’র প্রথম গান ‘শহরতলীর  আকাশ’ প্রকাশ করা হয়  গত বছরের ২৫ শে নভেম্বর; গানের বিষয় ছিল ধর্ষণ। প্রবাসী শ্রমিকদের জীবনালেখ্য নিয়ে অ্যালবামের দ্বিতীয় গান ‘প্রস্থান-২’ (বিষাদ সিন্ধু) প্রকাশিত হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি।