প্রাচ্যনাটের উঠান নাটকের মেলায় ‌‌‌‌'কর্নেলকে কেউ চিঠি লেখে না'

প্রাচ্যনাটের আয়োজনে ‘মহলা মগন’ শীর্ষক উঠান নাটকের মেলায় মঞ্চায়িত হবে ‘কর্নেলকে কেউ চিঠি লেখে না’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2020, 07:01 AM
Updated : 25 Sept 2020, 07:01 AM

‘অবসাদ বিরুদ্ধ স্রোত’স্লোগান নিয়ে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে মাসব্যাপী এই আয়োজন শুক্রবার ও শনিবার সন্ধ্যায় নাটকটি মঞ্চে উঠবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজর উপন্যাস অবলম্বনে নাট্যরুপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। মঞ্চে এটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

নাটকে অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন ও প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াৎ। নেপথ্যে কাজ করছেন মঞ্চ ও আলো: মো. শওকত হোসেন সজিব, মঞ্চ সহকারী: তানজিকুন, আলোক সহকারী:ফয়েজ রাকিব, দ্রব্য ও পোষাক : প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ, দ্রব্য ও পোশাক সহকারী : আরিফুল ইসলাম রুবেল, শব্দ ও সঙ্গীত : নীল কামরুল, সঙ্গীত প্রয়োগ : অদ্রী জা আমিন, ভিডিও চিত্র নির্মান ও প্রক্ষেপণ     : শাহরিয়ার শাওন, প্রযোজনা ব্যবস্থাপনা: শ্রাবণ শামীম।