পাঁচ পরিচালকের সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’

মহামারীকালে পুরো বিশ্বের মতো বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, জীবিকা, সামাজিক অবস্থান, শারীরিক ও মানসিক বির্পযয়ের ঘটনায় নির্মিত হয়েছে এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2020, 04:58 AM
Updated : 22 Sept 2020, 04:58 AM

১ অক্টোবর থেকে বিনজ্-এ এই সিরিজিটি প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ্-এর জন্য ‍সিরিজে আলাদা আলাদা পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন, অমিতাভ রেজা চৌধুরী, অনিমেষ আইচ, গিয়াস উদ্দিন সেলিম ও নুরুল আলম আতিক।

এর মধ্যে ‘আড়াই মন স্বপ্ন’ স্বল্পদৈর্ঘ্য মহামারীকালে সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের চরম আর্থিক সংকটকে তুলে ধরেছেন আবু শাহেদ ইমন।

‘এসো বসে একসাথে খাই’ স্বল্পদৈর্ঘ্যে লকডাউনের পরিবারের সদস্যদের মানসিক পরিবর্তনকে তুলে এনেছেন অমিতাভ রেজা।

এই সময়ের সম্মুখযোদ্ধা চিকিৎসকদের বেদনার গল্পে অনিমেষ আইচ নির্মাণ করেছেন ‘মুখ আসমান’, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে নির্মম মানসিকতার পরিচয় দিয়ে সামাজিকভাবে দূরে সরিয়ে দেয়ার গল্পে ‘যাত্রী’ করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

সমাজের ভালো-মন্দ নানা কর্মকান্ড এবং পারিবারিক সর্ম্পকগুলো করোনাভাইরাসে প্রভাবিত হওয়ার চিত্র তুলে ধরে ‘নিষিদ্ধ বাসর’ নির্মাণ করেছেন পরিচালক নুরুল আলম আতিক।