প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিনে তাকে উৎসর্গ করে ভক্ত হিসেবে তার স্টাইল অনুকরণে ফটোশ্যুট করেছেন আর জে সায়েম।
Published : 19 Sep 2020, 07:27 PM
ছবিগুলো প্রকাশের পর সালমান শাহ’র ভক্তদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান সায়েম।
দেশের প্রেক্ষাপটে এ ধারণা নতুন হলেও বাইরে জনপ্রিয় চরিত্রের আদলে এ ধরনের ফটোশ্যুট করা হয়, যা ‘কসপ্লে’ নামে অধিক পরিচিত।
নব্বইয়ের দশকের সেই স্টাইলের অনুসঙ্গ এখন পাওয়া একটু কঠিন হলেও নিজের সংগ্রহে থাকা হ্যাট, ঘড়ি, ব্রেসলেটেই ও বাকিগুলো অন্যদের কাছ থেকে সংগ্রহ করে কাজ চালিয়ে নেওয়া গেছে বলে জানান সায়েম।
এ অভিনেতার জন্মদিনকে সামনে রেখে ফটোশ্যুট করা হয়েছে জানিয়ে সায়েম গ্লিটজকে বলেন, “সালমান শাহকে কপি করা অসম্ভব। জন্মদিনে তার প্রতি সম্মানে কাজটি করেছি। তার ছবিগুলো নতুনরূপে করার চেষ্টা করেছি। সালমান শাহ হতে চাইনি। তার একজন ভক্ত হিসেবে তাকে উৎসর্গ করে কাজটি করেছি।
আমার চেহারা ও এক্সপ্রেশন তার মতো হয়নি; হওয়ার কথাও না। ক্ষমাসুন্দর ও ভালোবাসার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।”
ছবিগুলো ফেইসবুকে প্রকাশের আগে সবাই কীভাবে নেবে তা নিয়ে দ্বিধায় থাকলেও প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, সালমান শাহকে নিয়ে ফেইসবুকে এতো গ্রুপ আছে জানতাম না। অনেকগুলো আমি ছবিগুলো শেয়ার করেছি আবার অন্যরাও শেয়ার করেছে।
ভ্ক্তদের কাছে স্টাইল আইকন হিসেবে সালমানের বেশ কিছু ছবির আদলে সায়েমের ফটোশ্যুট করেছেন ফটোগ্রাফার ইমাম হাসান।