গায়ক আকবরকে নেওয়া হচ্ছে ভারতে

উন্নত চিকিৎসার জন্য গায়ক আকবরকে ২০ সেপ্টেম্বর ভারতে নেওয়া হচ্ছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 11:25 AM
Updated : 17 Sept 2020, 11:25 AM

২১ সেপ্টেম্বর তাকে ভারতের অ্যাপোলে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সুবির রায়ের চেম্বারে নেওয়া হবে বলে তার স্ত্রী কানিজ ফাতেমা জানান।

ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ১৬ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আকবরকে। ২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়।

আকবরের চিকিৎসার জন্য ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দুই লাখ টাকা প্রদান করেছেন বলে এক ফেইসবুক স্ট্যাটাসে কানিজ ফাতেমা জানান।

এর আগে তার চিকিৎসার জন্য ২২ লাখ টাকা অনুদান দিয়েছেন। এর মধ্যে ২০ লাখ টাকা সঞ্চয়পত্র হিসেবে ব্যাংকে জমা রয়েছে।

আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আকবর। পাশে থাকার জন্য ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের প্রতিও কৃতজ্ঞতা জানান আকবরের পরিবার।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান করে দর্শকদের মাঝে পরিচিত পাওয়া আকবর পরবর্তীতে গানেই ক্যারিয়ার গড়েছেন।