অভিনেতা মহিউদ্দিন বাহারের মৃত্যু

অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন; যিনি দুই যুগেরও বেশি সময় ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে কাজ করেছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 10:28 AM
Updated : 14 Sept 2020, 10:34 AM

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে বলে ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত জানান।

সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

৭৩ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন থেকেই তিনি হৃদরোগ ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুকে শোক জানিয়ে হানিফ সংকেত এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন, “আশির দশকের শুরু থেকে আমার প্রতিটি অনুষ্ঠানেই মহিউদ্দিন ভাই ছিলেন নিয়মিত শিল্পী। তার সঙ্গে ছিলো আমার আত্মিক সম্পর্ক। শ্যুটিং ছাড়াও প্রায় নিয়মিতই তিনি আমার অফিসে-বাসায় আসতেন, গল্প করতেন। অভিনয়কে খুব ভালোবাসতেন।”

সবশেষ ২০১৮ সালের মার্চের ইত্যাদির শুটিং অংশ নিয়েছিলেন বাহার। অসুস্থতার মধ্যে অ্যাম্বুলেন্সে শুটিংয়ে যোগ দিয়েছিলেন তিনি।

১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি।

 ১৯৭৬ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। পরকর্তীতে হুমায়ূন আহমেদ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরও অনেকে নাটকে অভিনয় করেছেন। অভিনয়জীবনের শুরু থেকে কাজ করেছেন ইত্যাদিতে।

কর্মজীবনে তিনি ২০০৫ সালে সহকারী সচিব হিসেবে অবসর নেন।