নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার গ্রেপ্তার

দুবাইয়ে নারী পাচারের অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকও গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2020, 07:08 AM
Updated : 12 Sept 2020, 07:08 AM

বৃহস্পতিবার রাতে নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ।

এর আগে এ চক্রের মূল হোতা আজম খানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

তার মধ্যে ৪ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই আসামীর জবানবন্দিতে ইভান শাহরিয়ারের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর এ নৃত্যশিল্পীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২ জুলাই দুবাইয়ে নারী পাচারের অভিযোগে সিআইডি বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আজম খানকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করে।

ইভান শাহরিয়ার সোহাগ ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

তিনি ‘সোহাগ ড্যান্স গ্রুপ’ নামে একটি নাচের দল পরিচালনা করেন। ‘এক্সপ্রোজার বিডি’ নামে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।