অভিনেত্রী ডায়ানা রিগের জীবনাবসান

‘গেইম অফ থ্রোন্স’য়ের ওলেনা টেরাল খ্যাত অভিনেত্রী ডায়ানা রিগ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮২ বছর বয়সে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2020, 10:10 AM
Updated : 11 Sept 2020, 10:10 AM

১০ সেপ্টেম্বর সকালে পৃথিবী থেকে বিদায় নেওয়া এই বৃটিশ অভিনেত্রী ডায়ানা রিগ সবচেয়ে বেশি পরিচিত হন ষাটের দশকে। সেই সময়ের টেলিভিশন ধারাবাহিক ‘দি অ্যাভেঞ্জারস’য়ের এমা পিল চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান।

‘বন্ড গার্ল’ হিসেবেও তিনি স্মরণীয়। ১৯৬৯ সালের জেমস বন্ডের ‘অন হার ম্যাজেস্টি’স সিক্রেট সার্ভিস’ ছবিতে এই অভিনেত্রী বৃটিশ স্পাই বন্ডের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন।

আর বর্তমান সময়ে তিনি ‘গেইম অফ থ্রোন্স’য়ের ওলেনা টেরাল চরিত্রের জন্য খ্যাতি পান।

মঞ্চ অভিনেত্রী হিসেবেও তিনি কম জনপ্রিয় নন।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নর্দান ইংল্যান্ডের ডনক্যাস্টারে ১৯৩৮ সালে জন্ম নেওয়া এই অভিজ্ঞ অভিনেত্রী স্কুলে যাওয়ার আগে সেই সময় পরিবারের সঙ্গে ভারতে চলে যান। পরে ‘রয়াল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্ট’য়ে পড়ালেখা করেন।

১৯৫৯ সালে ‘রয়াল সেক্সপিয়ার কম্পানি’র মাধ্যমে প্রথম মঞ্চে পা রাখেন।

দক্ষ এই অভিনেত্রী ‍মৃত্যুর সংবাদ জানিয়ে এক বিবৃতিতে তার কন্যা র‌্যাচেল স্টারলিং বলেন, “আমার প্রিয় মা, তার শান্তির মৃত্যু হয়েছে। মৃত্যুকালে পরিবারের সকলের সান্নিধ্যে তিনি ছিলেন।”

“মার্চ মাসে ক্যান্সার ধরা পড়ার পর থেকে পরিবারের সঙ্গেই তিনি আনন্দে সময় কাটিয়েছেন।”

রিগ’য়ের মুখপাত্র সাইমন বার্সফোর্ড বিবৃতিতে আরও বলেন, “মঞ্চ, টিভি, চলচ্চিত্র- তিন মাধ্যমেই ডায়ানা রিগ একজন প্রতিমা। তার কাজের সম্মান হিসেবে ‘বিএএফটিএ’, ‘এমি’, ‘টনি’ এবং ‘ইভিনিং স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ডস’য়ে ভূষিত হন।”