রিয়া চক্রবর্তী গ্রেপ্তার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে মাদককাণ্ডে গ্রেপ্তার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 11:43 AM
Updated : 8 Sept 2020, 06:28 PM

তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার বিকালে দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি ও ইন্ডিয়াস এক্সপ্রেস।

একই মামলায় এর আগে রিয়ার ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন ব্যবস্থাপক মিরান্ডা ও প্রাক্তন রাঁধুনি দীপেশ সাওয়ান্তসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।

সুশান্তের বান্ধবী রিয়াকে মঙ্গলবারই ভার্চুয়াল আদালতের মাধ্যমে ১৪ দিনের হেফাজতে পেয়েছে মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তারের পর তার কোভিড-১৯ পরীক্ষা করা হঢয়। তাতে ফল নেগেটিভ পাওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

এনসিবি বলছে, এই অভিনেত্রী ‘মাদক সিন্ডিকেটের’ সদস্য এবং অবৈধ এই ব্যবসায় তিনি ও সুশান্ত অর্থ ঢালতেন।

সুমান্তকে মাদক সরবরাহের স্বীকারোক্তি রিয়া আগেই দিয়েছেন বলে এনসিবি কর্মকর্তারা জানান।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যর মামলায় তদন্তে নেমে রিয়ার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার সূত্র ধরে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি এ বিষয়ে তদন্তে নামে।

সুশান্তের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা। সেই মামলার তদন্তের জেরেই মাদককাণ্ডে গ্রেপ্তার হলেন রিয়া চক্রবর্তী।

বাঙালি পরিবারে জন্ম নেওয়া ২৮ বছর বয়সী রিয়ার বাবা ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বলিউডে রিয়ার যাত্রা শুরুর আসন করে নেওয়ার আগেই সুশান্তের মৃত্যুতে তাতে ছেদ ঘটল।