প্রাচ্যনাটের উঠান নাটকের মেলা শুক্রবার থেকে

প্রাচ্যনাটের আয়োজনে শুক্রবার থেকে শুরু হল মাসব্যাপী উঠান নাটকের মেলা ‘মহলা মগন’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 10:36 AM
Updated : 4 Sept 2020, 10:36 AM

‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে।

শুক্রবার সন্ধ্যা এই আয়োজনের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ।

উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হবে ‌‌‌‌‌‌‌‌‌'‌দ্য জু স্টোরি'। এডওয়ার্ড অ্যালবী'র রচনা থেকে অনুবাদ করেছেন আশফাকুল আশেকীন। মঞ্চে এটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

শুক্র ও শনিবার পর পর দু'দিন সন্ধ্যায় সোয়া সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রতি প্রদর্শনীতে ২০জন দর্শক নাটক দেখার সুযোগ পাবে।

নাটকে অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন এবং আহমেদ সাকি। সঙ্গীতে রিফাত নোবেল, সঙ্গীত প্রয়োগে আন্দোলন মিঠুন. অদ্রিজা আমিন, আলোক প্রয়োগে মোখলেছুর রহমান,ফয়েজ রাকিব, মঞ্চে তানজিকুন, মঞ্চ অধিকর্তা হিসেবে শ্রাবণ শামীম কাজ করেছেন।

নাটক শেষে দ্বিতীয পর্বে থাকবে মানসিক স্বাস্থ্যবিষয়ক ‘মনো সামাজিক বিশ্লেষণ ও বর্তমান’ শীর্ষক আলোচনায় কথা বলবেন ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।