গায়ক আকবরকে ভারতে নিতে চায় পরিবার

উন্নত চিকিৎসার জন্য গায়ক আকবরকে ভারতের ভেলোরে নেওয়ার কথা ভাবছে তার পরিবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2020, 12:56 PM
Updated : 27 August 2020, 07:38 AM

ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত এ গায়ক সপ্তাহখানেক ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার খুব একটা উন্নতি ঘটেনি বলে তার স্ত্রী কানিজ ফাতেমা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে ভেলোরের ক্রিস্টান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিতে চাই। আগামীকাল কাগজপত্র জমা দিচ্ছি। ভিসা পেলেই এই সপ্তাহেই তাকে নিয়ে ভারত যাচ্ছি আমরা।”

গত বছরও একই রোগে ভেলোরের এ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন আকবর।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২২ লাখ টাকা (সঞ্চয়পত্র) অনুদান দেন। সেই অনুদানের অর্থেই চিকিৎসা চলছে আকবরের।

কানিজ ফাতেমা বলেন, “তিন মাস পর পর যে অর্থ সঞ্চয়পত্র থেকে তুলতে পারি তা দিয়ে চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছি। সঞ্চয়পত্রের অর্ধেক অর্থ একবারে হাতে পেলে চিকিৎসা করতে অন্যের সাহায্যের অপেক্ষায় থাকতে হতো না। প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি আবেদনও করেছি।”

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান করে দর্শকদের মাঝে পরিচিত পাওয়া আকবর পরবর্তীতে গানেই ক্যারিয়ার গড়েছেন।