তারেক-মিশুক স্মরণে স্টেপ ফর সিনেমা’র আলোচনাসভা

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের তরুণ নির্মাতাদের প্ল্যাটফর্ম স্টেপ ফর সিনেমা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 12:00 PM
Updated : 13 August 2020, 12:00 PM

বৃহস্পতিবার রাত ৯টায় স্টেপ ফর সিনেমা’র ফেসবুক পেইজে আয়োজনটি সরাসরি সম্প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আলোচক হিসেবে অংশ নেবেন তারেক মাসুদ স্মৃতি সংসদের অন্যতম উদ্যেক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলতাফ হোসেন, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও তারেক মাসুদের অনুজ সাঈদ মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি ও প্রাবন্ধিক আঁখি সিদ্দিকা।

আয়োজকরা জানান, তারেক মাসুদ এবং মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। দুই বরেণ্য ব্যক্তির কর্মময় জীবনের নানান বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি একটি নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানানো হয়েছে এ আলোচনাসভায় যাতে কোনো চলমান স্বপ্নের অকাল মৃত্যু না ঘটে।

২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল নামের একটি চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন নির্মাতা তারেক মাসুদ এবং তার সহযাত্রী চিত্রগ্রাহক মিশুক মুনীর।