অনুপ্রেরণাদায়ী নারীদের গল্প শোনাচ্ছেন নওশাবা

পুতুলনাচের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারে উজ্জ্বল  নারীদের জীবনের গল্প শোনাচ্ছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ; তার সঙ্গে রয়েছে মেয়ে প্রকৃতিও।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 03:16 PM
Updated : 12 August 2020, 03:16 PM

এশিয়া ফাউন্ডেশনের লেটস রিড ও হারস্টোরি ফাউন্ডেশন যৌথভাবে `হারস্টোরিজ: অ্যাডভেঞ্চারস অফ সুপারগার্লস' থেকে ছোট গল্পের সচিত্র সিরিজে পুতুলনাচের আদলে লেখক সুফিয়া কামাল, ফটোসাংবাদিক সাঈদা খানম, পর্বতারোহী নিশাত মজুমদার, আইনজীবী কল্পনা চাকমা, বিজ্ঞানী ফেরদৌসী কাদরীর গল্প শোনাচ্ছেন তারা।

৪ অগাস্ট থেকে শুরু হওয়া এ আয়োজন ২৯ অগাস্ট পর্যন্ত চলবে বলে জানান নওশাবা। 

প্রতি মঙ্গলবার - বৃহস্পতিবার ও শনিবার সন্ধ্যা ৬ টায় টুগেদার উই ক্যান-এর পরিবেশনায় অমিয়া এবং তার বন্ধু - শম্বু পেঁচা ও ধ্রুব তারার সাথে "হারস্টোরি টাইম" পুতুলনাচটি এবং প্রতি শুক্রবার লেটস-রীডের ফেসবুক পেজে চিত্রশিল্পীদের সাথে ‘লেটস ড্র – হারস্টোরিজ’ চিত্রাংকন কর্মশালাটির প্রচার হচ্ছে আয়োজকদের ফেইসবুক পাতায়।

পুতুলনাচে অমিয়ার চরিত্রে কণ্ঠ দিয়েছেন নওশাবা ও তার বন্ধু পেঁচার চরিত্রে কণ্ঠ দিয়েছেন তার মেয়ে প্রকৃতি।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিরিজটি বাংলা এবং বাংলাদেশের প্রাচীনকাল থেকে আজকের দিন পর্যন্ত ইতিহাস অনুসন্ধান করে সেইসব ব্যতিক্রমী নারীদের উপর আলোকপাত করেছে, যারা তাদের ভেতরকার স্পৃহার শক্তিকে প্রকাশ করতে পেরেছেন।