কোভিড-১৯: প্রযোজক মোহাম্মদ বরকতউল্লাহর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত নির্মাতা, প্রযোজক ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ বরকতউল্লাহ মারা গেছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 11:55 AM
Updated : 3 August 2020, 11:55 AM

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় তার মৃত্যু হয়েছে বলে জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব। 

নাসিম গ্লিটজকে বলেন, “এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।”

মোহাম্মদ বরকতউল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এ প্রযোজক।

বরকতউল্লাহর স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

বাংলাদেশে টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’সহ বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন বরকতউল্লাহ; পাশাপাশি যুক্ত ছিলেন প্রযোজনায়।

বিটিভি থেকে অবসর নেওয়ার পর বাংলাভিশনসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে কর্মরত ছিলেন তিনি।