নাটক পরিচালনায় অভিনেতা এনায়েত শিপুল

টেলিভিশন ও মঞ্চে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের পর এবার নাটক পরিচালনায় এলেন এনায়েত শিপুল।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 11:51 AM
Updated : 30 July 2020, 11:51 AM

এবারের কোরবানির ঈদে মাই টিভিতে প্রচার হবে তার পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘গায়ে হলুদ’। ঈদের দিন থেকে প্রতি দি রাত ৯টা ২০ মিনিটে এটি প্রচার হবে। নাটকটি রচনা করেছেন মাহফুজুর রহমান।

চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠী, পরবর্তীতে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে তিনি মঞ্চ নাটকে সংশ্লিষ্ট হন শিপুল। এরপর গাজী রাকায়াতের হাত ধরে 'পরিবার ও একটি কোম্পানী' ধারাবাহিক নাটকের মাধ্যমে টিভি নাটকে আসেন। 

এরপর মাসুম আজীজ, মেজবাউর রহমান সুমন, সাজ্জাদ সুমনের পরিচালনায় বহু নাটকে কাজ করেন বলে জানান তিনি।

'ঘুণপোকা', 'গ্রহণকাল', 'পিচ্চি হাজতি', 'ভেল্কী', 'ট্রানজিস্টার', ‘এনগেজমেন্ট', 'দক্ষিণায়নের দিন', 'তারপর পারুলের দিন', তার উল্লেখযোগ্য নাটক।