নৃত্যশিল্পী অমলাশঙ্করের জীবনাবসান

ভারতীয় নৃত্যশিল্পী অমলাশঙ্কর মারা গেছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2020, 12:34 PM
Updated : 24 July 2020, 04:54 PM

কলকাতার বাসায় শুক্রবার ভোরে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। অমলাশঙ্করের বয়স হয়েছিল ১০১ বছর।

শুক্রবার সকালে তার নাতনি এক টুইটে তার মৃত্যুর খবর জানান।

 

শ্রীনন্দা লেখেন, “১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা।…তার আত্মার শান্তি কামনা করছি। একটা যুগের অবসান হল। ঠাম্মা, তোমাকে খুব ভালবাসি। সবকিছুর জন্য ধন্যবাদ।”

তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার এ নৃত্যশিল্পীকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করে।

১৯১৯ সালের ২৭ জুন বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন অমলা।

১৯৪২ সালে সালে ১৯ বছর বয়সে নৃত্যশিল্পী উদয়শঙ্করের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। গত শতাব্দীর চল্লিশের দশক থেকে দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায় উদয়-অমলা জুটি।

উদয়শঙ্কর পরিচালিত ‘কল্পনা’ চলচ্চিত্রে উমার চরিত্রে অমলার নৃত্যাভিনয় দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছিল।

নৃত্যের পাশাপাশি ছবি আঁকায় দারুণ পারদর্শিতা ছিল অমলাশঙ্করের।

১৯৭৭ সালে তার স্বামী উদয়শঙ্করের মৃত্যু হয়। তার মৃত্যুর কয়েক বছর আগে থেকেই দাম্পত্যজীবনে তারা আলাদা হয়েছিলেন।

তাদের সংসারে দুই সন্তান, সুরকার আনন্দশঙ্কর ও অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতাশঙ্কর।