স্বামীর মানসিক অবস্থা নিয়ে যা বললেন কিম কার্দাশিয়ান

মার্কিন সংগীত শিল্পী কানইয়ে ওয়েস্টের মানসিক অবস্থার প্রতি প্রকাশ্যে সম্মান জানালেন তার স্ত্রী কিম কার্দাশিয়ান ওয়েস্ট।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 08:45 AM
Updated : 23 July 2020, 09:23 AM

বুধবার কার্ডিশিয়ান ইন্সটাগ্রামে লেখেন, “অনেকেই হয়ত জানেন কানইয়ে’র ‘বাইপোলার’ অসুখ রয়েছে।”

রয়টার্স, বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই আমেরিকান মডেলের ইন্সটাগ্রামের পোস্ট নিয়ে খবর প্রকাশ করে।

কার্দাশিয়ান আরও লেখেন, “যাদের এই অসুখ আছে বা যাদের প্রিয় মানুষ এই অসুখে ভুগছেন তারই জানেন- বোঝার জন্য এটা কতটা জটিল এবং কষ্টদায়ক।”

“সে একজন প্রতিভাবান তবে দুর্বোধ্য মানুষ। যার কথার সঙ্গে মনের অভিপ্রায় অনেক সময় মেলেনা।”

আমেরিকার জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব ও র‌্যাপার কানইয়ে ওয়েস্ট বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় ব্যস্ত আছেন। তবে প্রচারাভিযানের প্রথমদিনের র‌্যালিতে তার দেওয়া বক্তব্য ও সাম্প্রতিক টুইটগুলো মানুষের মনে দ্বিধার জন্ম দেয়, করে তোলে উৎসাহী।

কিম এবং কানইয়ে ২০১৪ সালে বিয়ে করেন। তাদের রয়েছে চার সন্তান।

এতদিন এই বিষয়ে কোনো কিছু না জানালেও এই সময়ে প্রকাশ্যে কানইয়ের মানসিক অবস্থার বিষয়ে কথার বলার কারণ হিসেবে কার্দাশিয়ান লেখেন, “কারণ সন্তান ও পরিবারের প্রতি আমি খুবই রক্ষণশীল। আর স্বাস্থ্যগত দিক দিয়ে কানইয়ে’র গোপনীয়তা রক্ষার বিষয় রয়েছে।”

তিনি আরও লেখেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে কলঙ্ক এবং ভুল ধারণার কারণে আমার মনে হল এই বিষয়ে মন্তব্য করা উচিত।”

“যারা জানে না বা অভিজ্ঞতা নেই তারা এই বিষয়ে বিরূপ সিদ্ধান্ত নিতে পারেন এবং বুঝতেই পারবেন না পরিবার ও বন্ধুদের সকল চেষ্টার পরও এই অসুখে ভোগা মানুষটি নিজেকে উৎরানোর জন্য কী পরিমাণ সাহায্যের দরকার হয়।”

“সে একজন প্রতিভাবান তবে জটিল মানুষ, শিল্পী এবং কালো বর্ণের কারণে চাপে থাকতে হয়। যার রয়েছে মাকে হারানোর মতো মানসিক যন্ত্রণা। চাপ ও একাকিত্ব তার ‘বাইপোলার’ অসুখটাকে আরও তীব্র করে।”

“কোনো কোনো সময় কানইয়ের কথার সঙ্গে উদ্দেশ্যর মিল থাকে না। কাছের মানুষেরা তার মন সম্পর্কে জানে।”

তার মানে এই নয় যে, তার প্রতিভা এবং সৃজনশীলতা নষ্ট করছে।

“এটা তার প্রতিভার অংশ এবং তার অনেক বড় স্বপ্নই আমরা পূরণ হতে দেখেছি।”

“আমাদের দুঃখের সারথী হয়ে সহানুভূতি জানাতে সংবাদ মাধ্যম এবং জনসাধারণকে অনুরোধ করছি, যাতে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি।”