বলিউড ছাড়লেন অনুভব সিনহা

‘থাপ্পাড়’ খ্যাত পরিচালক সম্প্রতি টুইট করেন তিনি আর বলিউডে নেই।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 08:55 AM
Updated : 22 July 2020, 08:55 AM

বলিউড কোনো প্রতিষ্ঠান নয় যেখানে চাকরি করতে হয়। ফলে সেখান থেকে পদত্যাগ করার মতো বিষয়ও নেই। তারপরও অনুভব সিনহা টুইটারে সেরকমই ঘোষণা দিয়েছেন।

তার সঙ্গে তাল মিলিয়েছেন বলিউডের আরও দুই পরিচালক সুধির মিশরা এবং হ্যান্সেল মেহতা।

টুইট অবলম্বনে হিন্দুস্থানটাইমস ডটকম জানায়, অনুভব সিনহা বলিউড ছাড়ার কথা বললেও হিন্দি ছবি নির্মাণ তিনি করে যাবেন।

টুইটারে সিনহা লেখেন, “যথেষ্ট হয়েছে, আমি বলিউড ছাড়ার ঘোষণা দিলাম, সেটার মানে যাই হোক।”

এই টুইটের প্রতি-উত্তরে সুধির মিশরা লেখেন, “বলিউড কী? আমি এই চলচ্চিত্র জগতে এসেছি সত্যজিৎ রায়, রাজ কাপুর, ঋত্বিক ঘটক, বিমল রায়, মৃণাল সেন, ঋষিকেশ মুখার্জি, জাভেদ আক্তার, তপন সিনহা, গুলজার, শেখর কাপুর, কেতান মেহতাসহ এরকম মানুষের অনুপ্রেরণায়। আর আমি সেখানেই থাকবো।”

সুধির আরও লেখেন, “চলুন আমরা বলিউড ছাড়ি। ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি’র জন্য আমরা কাজ করে যাব আর ছবি বানাবো।”

একই পোস্টে হ্যান্সেল মেহতা লেখেন, “ছেড়ে দিয়েছি, এটা কখনই প্রথম পছন্দ ছিল না।”

অনুভব তার টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছেন; সেটা হল ‘অনুভব সিনহা (নট বলিউড)’।

হিন্দুস্থান টাইমস আরও জানায়, সুশান্ত সিং রাজপুতের আকস্মিক আত্মহত্যার পর বলিউডের ভেতরে ও বাইরে নানান তর্ক বিতর্কের সৃষ্টি হয়। মুম্বাই পুলিশের তদন্ত চলার মধ্যেই বহু শিল্পী ও পরিচালক ‘আত্মীয়করণ’ বিষয়ে তর্কে জড়িয়েছেন। এর মধ্যে কঙ্গনা রানাউত, তাপসি পান্নু, সরা ভাস্কর এবং অনুরাগ কাশিয়াপ এই বিষয়ে টুইটও করেন।

‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’ এবং ‘থাপ্পাড়’ ছবির জন্য পরিচিত অনুভব সিনহা। শাহরুখ খান ও কারিনা কাপুর অভিনীত ‘রা ওয়ান’ ছবির পরিচালক তিনি। তার প্রথম ছবি ‘তুম বিন’ এই মাসের ১৯ বছর পূর্ণ করেছে। যে ছবির গান এখনও তরুণদের মাঝে বেশ জনপ্রিয়।