শিশুর সুরক্ষা ও বিকাশে করণীয় নিয়ে টক শো

করোনাভাইরাস মহামারীর সময়ে চ্যানেল-২৪’য়ে শিশু-বিষয়ক বিশেষ টক শো।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 05:24 PM
Updated : 2 July 2020, 05:24 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) নেটওয়ার্ক এবং সিনারগোস’য়ের উদ্যোগে ৩ ও ৪ জুলাই রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত টেলিভিশন চ্যানেল-২৪ এর নিয়মিত লাইভ টক শো ‘করোনা নিউজ লাইন’য়ে সরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।

প্রথমদিন শুক্রবার অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম ব্যবস্থাপক ডা. মুহম্মদ শরীফুল ইসলাম, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের সহ-সভাপতি মাহমুদা আকতার এবং আইসিডিডিআরবি’র গবেষক ডা. জেনা হামাদানী।

দ্বিতীয়দিন শনিবার থাকবেন সিনারগোস বাংলাদেশের টিম লিডার এষা হুসেন, ইউনিসেফের শিক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মহসিন এবং সিসিমপুরের নির্বাহী পরিচালক শাহ আলম।   

কোভিড-১৯ মহামারীর ধাক্কায় বিপর্যস্ত বিশ্বে বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও বিকাশের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং তার মোকাবেলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কী ধরনের কার্যক্রম রয়েছে এবং গণমাধ্যমের ভূমিকা কী হতে পারে, তার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোসহ নানামুখী পদক্ষেপ ও সে বিষয়ক কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন আলোচকরা।

নাজমুস সাকিবের প্রযোজনায় এ দুটি টক-শো’র সঞ্চালনা করবেন ডা. ফাইজা রাহলা।