অনুমতি ছাড়া গান ‘রিমেক’: শাকিব খানের বিরুদ্ধে জিডি

নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘পাগল মন’ এর সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পীর অনুমতি ছাড়াই গানটি ‘রিমেক’ করে চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 10:11 AM
Updated : 1 July 2020, 10:32 AM

গানটিতে কণ্ঠ দেয়া শিল্পী দিলরুবা খান গুলশান থানায় সোমবার বিকালে জিডি করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

গানের গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাসসহ তিনজনের পক্ষে তিনি এ জিডি করেছেন।

জিডিতে দিলরুবা বলেছেন, তাদের অনুমতি ছাড়াই গানটি রিমেক করে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেছেন।

এর ফলে শাকিব খানের বিরুদ্ধে কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন দিলরুবা খান।

জিডির বিষয়ে কথা বলতে শাকিব খানকে ফোন করা হলে তিনি ধরেননি।

তবে তার সঙ্গে যৌথভাবে ‘পাসওয়ার্ড’ এর প্রযোজনা করা মোহাম্মদ ইকবাল জানান, জিডির বিষয়টি তারা এখনও জানেন না। জানার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইকবাল দাবি করছেন, চলচ্চিত্রে গানটির ‘পিক লাইন’ ব্যবহারের আগে দিলরুবা খানের মৌখিক অনুমতি তারা নিয়েছিলেন।

তবে তা উড়িয়ে দিলরুবা খান মঙ্গলবার বলেন, “আমার কাছ থেকে কেউ কোনো অনুমতি নেয়নি।”

জিডিতে টেলিকম অপারেটর প্রতিষ্ঠান রবির বিরুদ্ধেও গানটি বিনা অনুমতিতে বিজ্ঞাপনচিত্রে ব্যবহারের অভিযোগ এনেছেন দিলরুবা।

এর আগে তাদের পক্ষে গত ৭ মার্চ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খান ও রবির কাছে উকিল নোটিস পাঠিয়েছিলেন ব্যারিস্টার ওলোরা আফরিন।

বিষয়টি সুরাহা না হওয়ায় গত রোববার ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে অভিযোগ করেন তিনি।

পরে তাকে থানায় কিংবা আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে জানান সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের সোশাল মনিটরিং উইংয়ের অতিরিক্ত উপ কমিশনার মো. নাজমুল ইসলাম।

ওলোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কপিরাইট বিষয়ক অভিযোগের কারণে পরামর্শ অনুযায়ী আমরা থানায় জিডি করেছি; শিগগিরই আদালতে মামলাও করব।”