ওয়েব সিরিজে ‘আপত্তিকর’ কনটেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: তথ্যমন্ত্রী

অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত বাংলাদেশি কিছু ওয়েব সিরিজে ‘আপত্তিকর দৃশ্য’ থাকার অভিযোগের প্রেক্ষাপটে এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 02:37 PM
Updated : 17 June 2020, 02:37 PM

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী একথা বলেছেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্রাইম থ্রিলার সিরিজ ‘আগস্ট ১৪’ ও ‘বুমেরাং’ নিয়ে সম্প্রতি নানা মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

তথ্যমন্ত্রী বলেন, “কোনোভাবেই এ ধরনের আপত্তিকর বা পর্নোগ্রাফির মতো কোনো কনটেন্ট আপলোড করা সমীচীন নয়।”

গণমাধ্যমে খবর প্রকাশের আগেই বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের নজরে এসেছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, “গ্রামীণফোন ও রবি দুটি মোবাইল কোম্পানির দুটি সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে আপলোড করা এ ধরনের যে কনটেন্টগুলোর ব্যাপারে অভিযোগ এসেছে, তা আমরা বিটিআরসিকে জানিয়েছি।”

বিটিআরসির মাধ্যমে এ ধরনের কনটেন্ট আপলোড করার আইনগত অনুমোদন আছে কি না সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, “যদি আইনগত অনুমোদন না থাকে তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। আর যদি আইনগত অনুমোদন থাকেও, ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কনটেন্টগুলোর আইনভঙ্গ শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং সরকার এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”