এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে ‘ন ডরাই’

১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ পেয়েছে ‘ন ডরাই’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 05:06 PM
Updated : 6 June 2020, 05:06 PM

স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’ ছবিটি প্রতিযোগিতায় 'ফিকশন ফিল্ম' ক্যাটাগরিতে মনোনয়নের জন্য ‘Dare to surf’ নামে আমন্ত্রিত হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ ১ জুন ছবির প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানকে বিষয়টি নিশ্চিত করে।

অক্টোবরে চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হবে। ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পুরস্কার প্রদান করা হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৭০টি দেশের চলচ্চিত্রের মধ্যে সেরা ছবিগুলো এ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়।

গত বছর ২৯ নভেম্বর মুক্তি পায় ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

বিজ্ঞপ্তিতে মাহবুব রহমান আশা প্রকাশ করেন যে, “ছবিটি একটা সম্মানজনক জায়গায় গেলে দেশ এবং দেশের দর্শকরা গৌরবের অংশীদার হবেন। ছবিটিকে যারা নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।”

আধুনিক সিনেমা হল নির্মাণ এবং চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে স্টার সিনেপ্লেক্স নানান পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছে। ‘ন ডরাই' তাদের প্রথম প্রযোজিত সিনেমা।