‘হঠাৎ বৃষ্টি’ নির্মাতা বাসু চট্টোপাধ্যায় আর নেই

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় মারা গেছেন; তার পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 10:24 AM
Updated : 4 June 2020, 10:24 AM

মুম্বাইয়ে বাড়িতে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলকাতার পত্রিকা আনন্দবাজার; তার বয়স হয়েছিল ৯৩ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন; বৃহস্পতিবার দুপুরে  এ নির্মাতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

দীর্ঘ ক্যারিয়ারে ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, 'খাট্টা মিঠা', 'বাতো বাতো মে', 'জিনা ইহা', 'আপনে পেয়ারে'র মতো বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে ভারতীয় উপমহাদেশে পরিচিতি লাভ করেন তিনি।

বলিউডের পাশাপাশি একাধিক বাংলা চলচ্চিত্রও পরিচালনা করেন বাসু চ্যাটার্জি। ১৯৯৮ সালে তার পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এ চলচ্চিত্রে বাংলাদেশের ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেছিলেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী।

বাসু চ্যাটার্জির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মাতার পরিবার ও পরিজনদের জন্য সমবেদনা জানিয়েছেন তিনি।

১৯৩০ সালে ভারতের রাজস্থানের অজমের শহরে এ নির্মাতার জন্ম মুম্বাইয়ের সাপ্তাহিক ট্যাবলয়েড 'ব্লিটজ'-এ অঙ্কনশিল্পী ও কার্টুনিস্ট হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি।

চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত 'তিসরি কসম' চলচ্চিত্রে তিনি বসু ভট্টাচার্যের সহকারী হিসাবে কাজ করেন।

১৯৬৯ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র 'সারা আকাশ'। দূরদর্শনের টিভি সিরিজ 'ব্যোমকেশ বক্সী' ও 'রজনি'ও পরিচালনা করেন তিনি।