কোভিড-১৯ নিয়ে ছটকু আহমেদের চলচ্চিত্র

কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর রোগীর জীবনে ঘটে যাওয়া বিরূপ ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন চিত্রনাট্যকার-নির্মাতা ছটকু আহমেদ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 08:58 AM
Updated : 4 June 2020, 08:58 AM

করোনাভাইরাসের মধ্যে সরকারের ঘোষিত ‘সাধারণ ছুটি’র মধ্যেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শুরু করেছেন ছটকু; সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চিত্রনাট্যের পাশাপাশি ছবিটি পরিচালনাও করছেন তিনি। 

কোভিড-১৯ রোগে আক্রান্ত এক তরুণের গল্প তুলে আনা হয়েছে চিত্রনাট্যে; তবে সেই চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

চিত্রনাট্য লেখা শেষ হওয়ার পরই কাস্টিং শুরু করা হবে বলে গ্লিটজকে জানান ছটকু।

ছবির গল্প নিয়ে তিনি বলেন, “বিদেশ থেকে এক তরুণ দেশে আসার পর পরিবার থেকে ১৪ দিন আলাদ থাকেন। পরে তার কোভিড-১৯ ধরা পড়ার পর পরিবারের কারো সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। মারা যাওয়ার পর তার মরদেহ দাফনের সময়ও প্রিয়জনদের পাশে পায়নি। এমন ঘটনাই তুলে আনা হবে চলচ্চিত্রে।”

মাস দুয়েকের মধ্যেই ছবিটর শুটিং শুরু করতে পারবেন বলে আশা করছেন তিনি।

ছবিটি প্রযোজনা করছেন জেতানুর রহমান বাবুল নামে তরুণ এক প্রযোজক।