করোনাভাইরাসে চলচ্চিত্র প্রযোজক মোজাম্মেলের মৃত্যু

চলচ্চিত্র প্রযোজক হাজি মোজাম্মেল হক সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 05:25 AM
Updated : 2 June 2020, 05:50 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয় বলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান।

হাজি মোজাম্মেল হক সরকারের বয়স হয়েছিল ৫৫ বছর। চারদিন আগে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গাজীপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসে এই প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট কারো মৃত্যু হলো। তার মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি।”

মোজাম্মেল হক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য ছিলেন। নিজের মালিকানায় মেসার্স ভাওয়াল পিকচার্সের ব্যানারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

তার প্রযোজিত শেষ ছবি শাকিব খান-অপু বিশ্বাস জুটির চলচ্চিত্র ‘পাংকু জামাই’ মুক্তি পায় ২০১৮ সালে।

মোজাম্মেল হক সরকারের মরদেহ তার গ্রামের বাড়ি গাজীপুরে নেওয়া হয়েছে; সরকারি নির্দেশনা মেনে মঙ্গলবার সেখানে তার দাফন হবে বলে জানান খসরু।