প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ‘লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর’

৩০ মে ২০২০ শনিবার সারাদুনিয়ায় ফেসবুকে একযোগে শুরু হয় রণেশ ঠাকুরের জন্য লাইভ কনসার্ট।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 02:14 PM
Updated : 30 May 2020, 02:22 PM

সম্প্রতি রণেশ বাউলের বসতভিটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে বাউলের সাধনগৃহ, তাঁর গানঘর, পুড়ে ছাই হয়ে গেছে তার চারদশকের সঞ্চিত বাদ্যযন্ত্র ও স্বরচিত পদাবলির পাণ্ডুলিপিগুলো।

তাই আয়োজকরা সবাই মিলে খালিগলায় গানে গানে রণেশ ঠাকুরের সন্ত্রস্ত জীবনে সাহস যোগাতে নিয়েছেন এই অভিনব উদ্যোগ। 

বিশ্বজোড়া লাইভ স্ট্রিমিং বাউলসংহতি অনুষ্ঠানের সময় একযোগে হাজির থেকে, শেয়ার ও মন্তব্য প্রচার করে একটা আওয়াজ দিতে এই আয়োজন তাদের। তাদের কণ্ঠে একই কথা. “ আগুনে আমার মৃত্যু নাই,আগুনে বাঁচি আগুনে গাই..”।

আয়োজন সহযোগিতায় আছে  সিলেট টুডে২৪, নগরনাট, দাশ এন্ড কোং, পোস্টার ডিজাইন করেছেন অরূপ বাউল।

প্রসঙ্গত, কিংবদন্তি বাউল শাহ আবদুল করিমের শিষ্য রণেশ ঠাকুর। উজানধলের কালনী নদীকূলে গুরুর গৃহসংলগ্ন রণেশ ঠাকুরের সপরিবার বসবাস। এখানে থেকেই তার আজীবনের সাধন-ভজন, সংগীতচর্চা ও মানবিকতার প্রচার। সম্প্রতি তার বসতভিটাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাউল সংগীতপ্রেমীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।

সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই লাইভ কনসার্ট।