ঈদে অনলাইন প্লাটফর্মে ‘শাটল ট্রেন’

ঈদুল ফিতরে অনলাইন প্লাটফর্মে মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 02:17 PM
Updated : 23 May 2020, 02:17 PM

লাগভেলকি ডটকম নামে একটি অনলাইন প্লাটফর্মে ঈদের দিন থেকে চলচ্চিত্রটি দর্শকরা দেখতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছবির পরিচালক প্রদীপ ঘোষ জানান, ইতোমধ্যে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী ঈদের দিন থেকে পরবর্তী ৯০ দিন বিশ্বের যে কোনো দেশ থেকে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

এর আগে ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রদর্শিত হলেও এই প্রথম অনলাইনে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। 

শাটল ট্রেনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি-কান্না, প্রেম-ভালোবাসা ও আনন্দ-বেদনার গল্পে নির্মিত হয়েছে ‘শাটল ট্রেন’।

বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহছেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ৩৪তম ব্যাচের চারুকলা বিভাগের সাবেক ছাত্র ও চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ। প্রধান সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন রিফাত মোস্তফা।

এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে মোট ছয়টি মৌলিক গান রয়েছে।