চলে গেলেন অভিনয়শিল্পী আজমেরী জামান

টিভি ও চলচ্চিত্রের অভিনেত্রী আজমেরী জামান রেশমা মারা গেছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 10:11 AM
Updated : 21 May 2020, 10:11 AM

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার ছেলে রাহবার খান।

তার বয়স হয়েছিল ৮২ বছর।

রাহবার বলেন, “চারদিন আগে স্ট্রোক করলে মানিকগঞ্জের সিংগাইর থেকে মাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় কোমায় চলে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে।”

১৯৬০ সালে সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরুর পর ‘জি না ভি মুশকিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।

‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘মেঘের পরে মেঘ’, ‘নয়ন তারা’, ‘ইন্ধন’, ‘চাঁদ আর চাঁদনি’, ‘সূর্য ওঠার আগে’, ‘শেষ উত্তর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘মুখরা রমণী বশীকরণ’ টিভি নাটকে মূল চরিত্রে অভিনয় করে খ্যাতিন পান রেশমা।

তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘শেষের কবিতা’, ‘বৃত্ত থেকে বৃত্তে’, ‘সাঁকো পেরিয়ে’, ‘দিন বদলের পালা’।

চলচ্চিত্র ও টিভির বাইরে মঞ্চনাটকে দীর্ঘদিন শিল্পনির্দেশক হিসেবে কাজ করেছেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারন কাজীবাড়িতে জন্ম নেওয়া এ অভিনেত্রী।

তার স্বামী জামান আলী খান ছিলেন পিটিভির প্রযোজক। প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ার তার ছোট বোন।

বুধবার রাত ৯টায় মানিকগঞ্জের সিংগাইরে আজমেরী জামানকে সমাহিত করা হয়েছে বলে জানান তার ছেলে।