মায়েদের একাকিত্বের গল্পে ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’

মায়েদের একাকিত্ব ও করোনাভাইরাস সঙ্কটের পরিস্থিতি তুলে ধরে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 03:05 PM
Updated : 10 May 2020, 03:05 PM

শাহাদাত রাসএলের নির্মিত চলচ্চিত্রটি বোহেমিয়ান ব্রাদার স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো মা দিবসে।

নির্মাতা জানান, ৭ মিনিট ২০ সেকেন্ডের এই চলচ্চিত্রের একটা বিশেষ দিক হচ্ছে এটি এক টেকে শ্যুট করা একটা ফিল্ম। পাশাপাশি সাউন্ড, এডিটসহ সব কাজই হয়েছে মোবাইলে যোগাযোগের মাধ্যমে।

এতে অভিনয় করেছেন জেবুন্নেসা টুনটুনি; ফিল্মটির প্রযোজনার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শিল্পী নির্ঝর চৌধুরী।