ঘরে থেকেই কবিগুরুকে স্মরণ করলেন তারা

৮মে, ২৫ বৈশাখ তথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঘরে বসেই নাচে গানে সামাজিক মাধ্যম মাতালেন তারকাঙ্গনের শিল্পী জাকিয়া বারি মম, রাফিয়াথ রশিদ মিথিলা এবং নাদিয়া আহমেদ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 12:05 PM
Updated : 9 May 2020, 12:05 PM

জাকিয়া বারি মম সবাইকে চমকে দেন ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে” গেয়ে। আরও চমক ছিল তার সঙ্গী। পরিচালক - নির্মাতা শিহাব শাহীন স্ত্রী মমর সঙ্গে গিটারে সুর তোলে।

ওদিকে পনেরো বছর পর নেচে মিথিলা আরেকবার প্রমাণ করলেন, তিনি শিল্পাঙ্গনের সব শাখাতেই বেশ পারদর্শী। তার শাশুড়ি সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর ভারচুয়াল অনুষ্ঠানের জন্য তিনি এই নাচটি পরিবেশন করেন।

নদিয়া আহমেদ আর একা নয়। সদলবলে হাজির হয়েছিলেন কবিগুরুকে শ্রদ্ধা জানাতে।

শাওন শান, র‌্যাচেল প্যারিস, নাদিয়া আহমেদ, সিলওয়ানা আফরীন মিমি, সিনথিয়া ইয়াসমিন এবং রনবীর সাহা নিজ নিজ বাসায় রবি ঠাকুরের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। কিন্তু সবাইকে দেখা গেছে একই সঙ্গে। যেন মঞ্চ পরিবেশনা। আর সম্পাদনার কাজটি করেছেন নাদিয়া আহমেদের ছোটবোন নন্দিতা আহমেদ।

এছাড়াও কবিগুরুকে সম্মান জানাতে নিজের মত করে গেয়েছেন বা নেচেছেন আরও অনেকে।