ইউটিউবে সরাসরি রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান নিয়ে ছায়ানট

কোভিড-১৯ এর এই সময়ে জনসমাগম এড়িয়ে চলার কারণে হচ্ছেনা কোনও বিশেষ আয়োজন। তবে সীমাবদ্ধতার মাঝেও অনলাইনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান নিয়ে সরব থাকবে ছায়ানট।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 02:20 PM
Updated : 7 May 2020, 02:20 PM

সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ বৈশাখ তথা ৮ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন সানজিদা খাতুন।

’ওই মহামানব আসে’ শীর্ষক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবিগুরুকে স্মরণ করে।

উল্লেখ্য, পশ্চিম বাংলাতেও অন্তর্জালে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান ২৫শে বৈশাখকে কেন্দ্র করে। গত ২৩শে এপ্রিল সল্টলেকের একটি এনজিও 'প্রয়াসম' জানিয়েছিল ভার্চুয়াল রবীন্দ্র-উৎসবের কথা। যার পোশাকী নাম দেওয়া হয়েছে, শান্তি নিকেতন।