আটার প্যাকেটে টাকা দানের খবরকে ‘গুজব’ বললেন আমির খান

দিল্লির বস্তিবাসীদের মধ্যে আটার প্যাকেটের ভেতর ১৫ হাজার টাকা দানের যে খবর ভারতীয় গণমাধ্যমে ছড়িয়েছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিলেন বলিউড তারকা আমির খান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 02:10 PM
Updated : 4 May 2020, 02:10 PM

মঙ্গলবার এক টুইটবার্তা তিনি বলেন, “আটার ব্যাগের মধ্যে আমি ১৫ হাজার টাকা রাখিনি। হয় এটি পুরোপুরি একটি মিথ্যা তথ্য অথবা যে রবিনহুড কাজটি করেছেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে চাইছেন।”

এনডিটিভি এক খবরে বলা হয়, সপ্তাহখানেক আগে আমির খানকে নিয়ে একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে বলা হয়েছিল লকডাউনের এই সময়ে অসহায়দের মধ্যে আটার প্যাকেটে ১৫ হাজার টাকা দান করেছিলেন।

সেই ত্রাণ কার্যক্রমের সঙ্গে আমির খানের যুক্ত থাকার দাবি করা হয়েছি সেই ভিডিওতে।

বিষয়টি নিয়ে তার কোনো বক্তব্য না মিললেও সপ্তাহ খানেক পর এক টুইটবার্তায় ঘটনাকে উড়িয়ে দিলেন আমির।

আমির খান কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন  কীভাবে সাহায্য করেছেন, সে সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কিছুই জানাননি।

গত মাসে করোনা সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে সহায়তা করেছেন আমির খান। বলিউডের কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন।

 আসছে বড়দিনে মুক্তি পাচ্ছে এ অভিনেতার চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’।