ফাইন্ডিং নিমো’র গল্প-লেখক রব গিবসের বিদায়

‘টয় স্টোরি’, ‘ফাইন্ডিং নিমো’সহ বহু অ্যানিমেইশন মুভির পেছনের কারিগর ছিলেন রব গিবস।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 11:30 AM
Updated : 30 April 2020, 11:30 AM

পিক্সার অ্যানিমেইশন স্টুডিওর বিভিন্ন ছবির পেছনের কারিগর, গল্প লেখক ও পরিচালক রব গিবস বুধবার মৃত্যুবরণ করেন।

পিক্সারের মুখপাত্রের বরাত দিয়ে ‘হলিউডরিপোর্টার ডটকম’ জানায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রদান করেনি এই অ্যানিমেইশন মুভি তৈরির প্রতিষ্ঠান।

‘মন্সটার ইনকর্পোরেট’, ‘ফাইন্ডিং নিমো’, ‘ওয়াল-ই’, ‘ইনসাইড আউট’ এবং ‘অনওয়ার্ড’ ছবিতে কাজের জন্য তিনি খ্যাত।

এক সাক্ষাৎকারে রব বলেছিলেন, “ছোটবেলায় লুনি টুন্স এবং পপাই দেখেই বড় হয়ে অ্যানিমেইশন মুভির জগতে কাজ করার স্বপ্ন দেখতাম।”

তার সেই স্বপ্ন পূরণ হয় ১৯৯৮ সালে পিক্সারে যোগদানের মধ্য দিয়ে। আর প্রথম চিত্রনাট্য নিয়ে কাজ করেন ১৯৯৯ সালে ‘টয় স্টোরি টু’ ছবিতে।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘হাম্প’ নামের অ্যানিমেইশন মুভির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।