বাংলাদেশের ওয়েব সিরিজে গাইলেন অর্ক-সাত্যকি
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2020 12:12 PM BdST Updated: 29 Apr 2020 12:22 PM BdST
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজ ‘রিশকাওয়ালা’র জন্য ক্ষ্যাপা চাঁদ বাউলের ‘কলির সাইকেল’ গানে কণ্ঠ দিলেন কলকাতার সংগীতশিল্পী অর্ক মুখার্জি ও সাত্যকি ব্যানার্জি।
প্রযোজনা প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হয়েছে শনিবার।
প্রচলিত সুরে গানের সংগীতায়োজন করেছেন অর্ক; রেকর্ডিং করা হয়েছে কলকাতার একটি স্টুডিওতে।
রিকশার চাকা-প্যাডেলের সাথে জড়ানো একজন রিকশা চালকের জীবনের আনন্দ বেদনার গল্প উঠে এসেছে এ গানে; একই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।
ছয় পর্বের ওয়েব সিরিজটি বিনামূল্যে দেখার জন্য উন্মুক্ত করা হবে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এটি দেখে দর্শকদের কাছ থেকে সাধ্যমতো অর্থ বিদ্যানন্দের তববিলে দেওয়ার অনুরোধ করেছেন ছবির পরিচালক।
তহবিল থেকে লকডাউনে খাবারের সঙ্কটে থাকার রিকশাচালকদের খাবাবের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিদ্যানন্দ।
এর আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রের একমাত্র গান করেছিলেন তারা; অর্ক মুখার্জির সংগীতায়োজনে নিজের লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছিলেন সাত্যকি ব্যানার্জি।
-
‘চলো নিরালায়’ নিয়ে সামনে এলেন মিম-রাজ
-
বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে গাইবেন মিলা, হৃদয় খানরা
-
‘ব্যাকস্ট্রিট বয়েজ’ আবার আসছে সামনে
-
মানব পাচার মামলা: আগাম জামিন কণ্ঠশিল্পী ইভা আরমানের
-
রাজকে নিয়ে আনন্দমেলায় পরীমনি
-
‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে আয়ের চূড়ায় টম ক্রুজ
-
রিকশা চালকের বেশে কে এই অভিনেত্রী?
-
নুসরাত ফারিয়ার সিনেমা আটকে গেল কেন
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ‘অপমানের’ ক্ষতিপূরণ দিতে, ক্ষমা চাইতে বললেন মোমেন