চিকিৎসাসেবায় ফিরলেন ‘রাজনীতি’ চলচ্চিত্রের পরিচালক
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2020 08:52 PM BdST Updated: 28 Apr 2020 08:52 PM BdST
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে প্রায় পাঁচ বছর পর চিকিৎসাসেবায় ফিরলেন ‘রাজনীতি’ চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস।
মার্চের শুরু থেকে জন্মশহর কুষ্টিয়ায় গিয়ে সাধারণ রোগের চিকিৎসাসেবায় যুক্ত হয়েছেন বলে জানান বুলবুল; পরিচালনায় নাম লেখানোর আগে রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস সম্পন্ন করেন তিনি।
২০১৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তির পরপরই শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে ‘রাজনীতি’ চলচ্চিত্রে নির্মাণে হাত দেওয়ায় কোর্সটি সম্পন্ন করতে পারেননি।
এর আগে টুকটাক চিকিৎসা করালেও চলচ্চিত্রের ব্যস্ততায় প্রায় বছরের বিরতি নেন তিনি; তবে করোনাভাইরাসের প্রকোপে চিকিৎসা সঙ্কটের মধ্যে নিজের এলাকায় রোগী দেখা শুরুর করলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস সঙ্কটের মধ্যে সাধারণ রোগীদেরও হাসপাতাল ও ক্লিনিক থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমার বাসার পাশেই ডায়রিয়ার আক্রান্ত একজন রোগী চিকিৎসা পাচ্ছিলেন না। তার চিকিৎসা করার পর থেকে বাসাতেই নিয়মিত রোগী দেখছি। তবে প্রাতিষ্ঠানিকভাবে রোগী দেখছি না।“

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
সঙ্কট কেটে গেলে ঢাকায় ফিরে চলচ্চিত্র পরিচালনায় মনোনিবেশ করবেন। ইতোমধ্যে তার হাতে থাকা ৬টি বিজ্ঞাপনের মধ্যে একটির কাজ শেষ করেছেন। পরিস্থিত স্বাভাবিক হলেই বাকি কাজে হাত দেবেন।
কয়েক বছর আগে পপিকে নিয়ে ‘কাটপিস’ শিরোনামে আরেকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেও প্রযোজনার জটিলতায় চলচ্চিত্রটির নির্মাণ এখনও শুরু করতে পারেনি।
-
‘চলো নিরালায়’ নিয়ে সামনে এলেন মিম-রাজ
-
বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে গাইবেন মিলা, হৃদয় খানরা
-
‘ব্যাকস্ট্রিট বয়েজ’ আবার আসছে সামনে
-
মানব পাচার মামলা: আগাম জামিন কণ্ঠশিল্পী ইভা আরমানের
-
রাজকে নিয়ে আনন্দমেলায় পরীমনি
-
‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে আয়ের চূড়ায় টম ক্রুজ
-
রিকশা চালকের বেশে কে এই অভিনেত্রী?
-
নুসরাত ফারিয়ার সিনেমা আটকে গেল কেন
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ‘অপমানের’ ক্ষতিপূরণ দিতে, ক্ষমা চাইতে বললেন মোমেন