`নয়নতারা হাউজিং' নিয়ে আড্ডায় শাওন-সাবা

স্বল্পদৈর্ঘ্যের ধারাবাহিক ‘নয়নতারা হাউজিং লিমিটেডের’ শুরুটা হয়েছিল পহেলা বৈশাখে। এ পর্যন্ত তিনটি পর্ব ইন্টারনেটে এসেছে।

সাজিদুল হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 07:24 AM
Updated : 27 April 2020, 07:24 AM

মহামারীর দিনে ঢাকার একটি আবাসিক ভবনের বাসিন্দাদের গল্প ঘুরেফিরে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজনের মধ্য দিয়ে।

এই আবাসিক ভবনের তিন বাসিন্দা নির্মাতা ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী সোহানা সাবা এবং অরিত্রা সিংহ মুখোমুখি হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

লকডাউনে যখন ঘর থেকে বের হতে মানা, মানতে বলা হচ্ছে সামাজিক দূরত্ব।তখন স্বাস্থ্যবিধি মেনে অভিনয়ের মত একটি দলগত কাজ কি করা সম্ভব? ‘নয়নতারা হাউজিং লিমিটেডে’-এ কতটা মানা হয়েছে সেটা?

আসলেই কি এ রকম একটি আবাসিক ভবনের অস্তিত্ব আছে? কোথায় এই আবাসিক ভবন? কীভাবে এখানে একত্রিত হলেন বিনোদনজগতের এত মানুষ?

একদিনতো এই লকডাউন উঠে যাবে, মানুষ ফিরবে জীবনের স্বাভাবিক ছন্দে। তখন কি নয়নতারা ধারাবাহিক থেমে যাবে? নাকি এর বাসিন্দারা তাদের জীবনের নানা গল্প নিয়ে ভবিষ্যতেও হাজির থাকবেন দর্শকদের সামনে?

আড্ডায় এ রকম নানা প্রশ্নের জবাব দিয়েছেন নয়নতারা তিন বাসিন্দা শাওন, সাবা ও অরিত্রা।