করোনাভাইরাস: নৃত্যভাষায় অরণীর অভূতপূর্ব প্রচারণা
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2020 12:53 PM BdST Updated: 26 Apr 2020 03:10 PM BdST
-
নৃত্যভাষার প্রথম ভাগ – প্রথম ১০টি স্থিরচিত্রের নৃত্যমুদ্রায় করোনা পরিস্থিতির প্রকাশ
-
নৃত্যভাষার দ্বিতীয় ভাগ – ৯টি নৃত্যভঙ্গিমায় ঘরে থাকা ও পরিচ্ছন্ন থাকার পরামর্শ
-
নৃত্যভাষার তৃতীয় ভাগ – ৭টি স্থিরচিত্রের নৃত্যমুদ্রায় আত্মবিশ্বাস ও বিজয়ের আশাবাদ
করোনাভাইরাসের কারণে সবাই গৃহবন্দি। মানসিক অবস্থাকে সুস্থ রাখতে শিল্পেরই আজ জয়গান। যে যার অবস্থান থেকে বিভিন্ন ভাষায় আশার বাণী দিচ্ছেন যে, ‘আমরা করবো জয় একদিন।’
সেই বিজয়েরই এক অভিনব বার্তা ছড়িয়ে দিলেন নৃত্যশিল্পী অরণী ভক্ত। ভারতের গুজরাট প্রদেশের বিখ্যাত বরোদা মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) নৃত্য বিভাগের ভরতনাট্যমের সম্মান শেষ পর্বের শিক্ষার্থী অরণী তার ধ্রুপদী নৃত্যের বিভিন্ন মুদ্রার মাধ্যমে এই পরিস্থিতির বিরুদ্ধে চলমান সকল মানবিক লড়াইয়ের দিক নির্দেশনা সূচিত করেছেন। নৃত্যভাষায় তিনি উপস্থাপন করেছেন করোনাভাইরাস-প্রতিরোধের বিভিন্ন ব্যবহারিক দিককে।

নৃত্যভাষার দ্বিতীয় ভাগ – ৯টি নৃত্যভঙ্গিমায় ঘরে থাকা ও পরিচ্ছন্ন থাকার পরামর্শ
এরমাঝে অরণীর নৃত্যমুদ্রাটিকে তুলে ধরেছেন অভিনব কায়দাতে।
তিনি ভিডিওর মাধ্যমে নাচ পরিবেশন না করে বরং স্থিরচিত্রে নির্দেশিত নৃত্য মুদ্রার মাধ্যমে চলমান বিভিন্ন ক্রিয়ার প্রকাশ ঘটিয়েছেন।
এই সময়ে সামনে আসা বিভিন্ন পরিস্থিতিকে বিশ্লেষণ কনে টার্মের ব্যবহারিক প্রয়োগ ও অপরিহার্য কাজের ভঙ্গি ভরতনাট্যমের ধ্রুপদী নৃত্যমুদ্রায় কী রকমের হতে পারে, ২৬টি ছবির মাধ্যমে অরণী তা দেখিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া মানুষকে, তার ফেসবুক পোস্টের মাধ্যমে।
সেই মুদ্রাগুলোকে বাংলা রূপান্তরিত করলে যা হয়
প্রথম ভাগ:
১. আমাদের বিশ্ব ২. আমরা সবাই... ৩. সমস্যাক্রান্ত ৪. বিশ্ব মহামারীতে উদ্বিগ্ন ৫. এর নাম কোভিড-১৯ বা করোনাভাইরাস ৬. যা মৃত্যুর কারণ হয়ে উঠেছে. ৭. আমরা ভেঙে পড়ছি ৮. সংঘবদ্ধভাবে ৯. আমরা লড়াই করতে পারি ১০. করোনার বিরুদ্ধে
নৃত্যভাষার তৃতীয় ভাগ – ৭টি স্থিরচিত্রের নৃত্যমুদ্রায় আত্মবিশ্বাস ও বিজয়ের আশাবাদ
১১. ঘরে থাকুন (দুটি স্থিরচিত্র) ১২. বিধিমতো হাত পরিষ্কার করুন (ছয়টি স্থিরচিত্র) ১৩. পরিচ্ছন্ন থাকুন, নিরাপদ থাকুন
তৃতীয় ভাগ:
১৪. নিজের ওপর বিশ্বাস রাখুন ১৫. হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করুন ১৬. একদিন ১৭. কোনও না কোনও ১৮. বিস্ময়কর ঘটনা ঘটবেই ১৯. আমরা ২০. জয়ী হব
নৃত্যশিল্পী বোঝাতে চেয়েছেন যে, ‘আমাদের এই বিশ্বে এখন আমরা সবাই কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে সমস্যাক্রান্ত এবং আমরা ভেঙে পড়ছি। কিন্তু, সংঘবদ্ধভাবে আমরা এর বিরুদ্ধে লড়াই করতে পারি।’
উল্লেখ্য যে, ২০১৭ সাল থেকে বরোদায় অবস্থানরত, ভারত সরকারের বিদেশ মন্ত্রনালয়ের আইসিসিআরের বৃত্তিধারী অরণী ভক্ত নৃত্যশিল্পী হিসেবে গুজরাটের বিভিন্ন মঞ্চে ইতোমধ্যেই সাড়া ফেলেছেন।
-
পরম-স্বস্তিকার বাম-কংগ্রেস রাজনীতি নিয়ে ‘শিবপুর’
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন