সেই ভিক্ষুকের পায়ে ধরে সালাম করতে চান ওমর সানি

করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ১০ হাজার টাকা দান করা শেরপুরের নজিমুদ্দিনের পায়ে ধরে সালাম করতে চান চিত্রনায়ক ওমর সানি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 05:36 PM
Updated : 22 April 2020, 05:50 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ৮০ বছরের এ বৃদ্ধ ভিক্ষা করে সংসার চালান। দুই বছর ধরে বাড়ি নির্মাণের জন্য জমানো টাকা মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতি ইউএনওর হাতে তুলে দেন তিনি।

তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফেইসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানি লিখেন, “যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করেন, তিনি দান করেছেন করোনা ভাইরাসের ত্রাণ তহবিলে, সাবাস বাবা আপনাকে পায়ে ধরে সালাম করতে চাই।”

“…আমার তো বাবা নেই, তাই অনেকদিন পর বাবা বলে সম্বোধন করলাম।”

বিভিন্ন গণমাধ্যমে নজিমুদ্দিনের দানের খবর আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ।