মমতার ভাবনায় চলচ্চিত্র ‘ঝড় থেমে যাবে একদিন’

করোনাভাইরাস সচেতনতা তৈরি ও টালিগঞ্জের দিনমজুর কলাকুশলীদের আর্থিক সহায়তা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাবনায় ‘ঝড় থেমে যাবে একদিন’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক অরিন্দম শীল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 04:50 PM
Updated : 14 April 2020, 04:51 PM

মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্রটি ইউটিউব ও ফেইসবুকে প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্রের ভাবনার পাশাপাশি গানও লিখেছেন মমতা; গানে কন্ঠ দিয়েছেন কবীর সুমন।

নিজেদের ঘর থেকেই চলচ্চিত্রের দৃশ্যধারণ করেছেন টালিগঞ্জের তারকারা; এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়-এর মতো অভিনয়শিল্পীরা।

করোনাভাইরাসের প্রভাবে প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা কলাকুশলীদের পাশে দাঁড়াতেই মমতা বন্দোপাধ্যায় এ উদ্যোগ নিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খববে বলা হয়েছে।