ফাঁকা গির্জায় মূর্ছনা

ইস্টার উপলক্ষ্যে মিলানের মানব শূন্য গির্জায় সংগীত পরিবেশন করলেন আন্দ্রেয়া বোচেল্লি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 05:50 AM
Updated : 14 April 2020, 05:50 AM

রবিবার খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষ্যে ইতালির মিলানে অবস্থিত ঐতিহাসিক দুয়োমো গির্জায় সংগীত পরিবেশন করেন সে দেশের সংগীত শিল্পী আন্দ্রেয়া বোচেল্লি।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ৬১ বছর বয়সি এই গায়ক সারা পৃথিবীর সুস্থতা কামনা করে ‘মিউজিক ফর হোপ’ কনসার্টের আয়োজন করেন।

১২ বছর বয়সেই অন্ধ হয়ে যাওয়া এই গুণী শিল্পী দর্শক শূন্য গির্জায় একে একে পরিবেশন করেন ‘আভি মারিয়া’ এবং ‘স্যাংকটা মারিয়া’।

ইতালিতে করোনাভাইরাসের মহামারী সাংঘাতিক পর্যায়ে চলে যাওয়ায় দুয়োমো গির্জা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বোচেল্লির সঙ্গে ছিলেন শুধু গির্জার অর্গ্যান বাদক।

ভার্চুয়াল এই কনসার্ট ইউটিউবে বিশ্ববাসীর জন্য সরাসরি স্ট্রিমিং করা হয়।

কনসার্ট চলার সময়ই বোচেল্লি বলেন, “আমি বিশ্বাস করি সকলের একসঙ্গে প্রার্থনার শক্তি, আমি বিশ্বাস করি এই খ্রিষ্টানদের ইস্টার যা পূর্ণজন্মের নিদর্শন, যা এখন বিশ্বের জন্য সত্যিই প্রয়োজন।”

বিশ্বের বহু দেশের দর্শক-স্রোতা তার গানের জাদুতে বিভোর হয়েছেন সেদিন। তাদের মধ্যে হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যানও রয়েছে।

টুইটারের এক বার্তায় এই অভিনেতা লেখেন, “হৃদয়ের গভীর থেকে আমরা ধন্যবাদ জানাই। এই সময়ে এই উপহারটা সত্যিই প্রয়োজন ছিল।”

কনসার্ট থেকে উপার্জিত অর্থ হাসপাতালের জন্য জরুরি জিনিস, যেমন- স্বাস্থ্য-সেবাকর্মীদের জন্য নিরাপত্তামূলক সরঞ্জাম কিনতে ব্যবহার করা হবে।