লাইলাতুল বরাতের গানে টিনা ও রাজীব

পবিত্র শবে বরাতের মাহাত্ব্য ও তাৎপর্য নিয়ে গান ‘শব-ই বরাত’ শিরোনামের ওই গানটি অবমুক্ত করা হয়েছে অন্তর্জালে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 08:32 AM
Updated : 10 April 2020, 08:32 AM

গানটির সুরারোপ করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন টিনা মোস্তারী এবং রাজিব। লিখেছেন  কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।

গানটির একটি মিউজিক ভিডিও মাহবুবুল এ খালিদের ইউটিউব চানেল ‘খালিদ সংগীত’-এ মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও, গানটির অডিও ও ভিডিও গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে।

এ গানটির মাধ‌্যমে পাপী-তাপীর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ এ পবিত্র রজনীতে তারা আল্লাহর কাছে নতজানু হন। আল্লাহ মহান। তিনি সবার পাপ ক্ষমা করে বিপদ-আপদ, রোগ-শোক থেকে পরিত্রাণ করবেন। দূর করবেন বান্দার সব অভাব। ধনী-গরিব সব মানুষকে খোদা করবেন বরাত দান। এ গানটির মাধ‌্যমে শ্রোতারা পবিত্র এ রজনীর তাৎপর্য উপলব্ধি করতে পারবেন।