মঙ্গলের জন্য আর্থিক ক্ষতি হলেও দুঃখ নেই: জয় শাহরিয়ার
রুম্পা সৈয়দা ফারজানা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2020 04:03 PM BdST Updated: 13 Apr 2020 12:55 AM BdST
বিভিন্ন শো বা অনুষ্ঠান বন্ধ বা স্থগিত হয়ে যাওয়ার কারণে অন্যান্য সবার মতই আর্থিকভাবে বিশাল ক্ষতির মুখোমুখি হচ্ছেন শো’তে অংশ নেওয়া শিল্পীরা।
কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্চের শেষ থেকেই বন্ধ হয়ে গেছে যেকোনও ধরনের বড় আয়োজন। স্থগিত হচ্ছে বড় বড় আয়োজন। এমন কী পহেলা বৈশাখেও এবার হচ্ছে কোনও বর্ষবরণের অনুষ্ঠান।
একারণে অন্যান্য অঙ্গনের মতই ক্ষতির মুখোমুখি হচ্ছেন সেই সব শিল্পীরা যারা নিয়মিত স্টেজ শো করেন। তাদের মাঝেই অন্যতম জয় শাহরিয়ার।
জয় শাহরিয়ার ও তার ব্যান্ড প্রায়শই বাংলাদেশের যেকোনও প্রান্তে শো করেন নিয়মিত। হঠাৎ করে করোনাভাইরাসের কারণে এই শো বন্ধ হওয়ায় অন্যদের মত তারাও বিচলিত।
জয় বলেন, “ঈদ পর্যন্ত একটা মৌসুম চলে। নানা রকমের শো হয়। মাঝে পহেলা বৈশাখও আছে। এই সময়েও সারাদেশে টানা কোনও না কোনও আয়োজন হয়। করোনাভাইরাসের কারণে কোনও শো তো আসছেই না। বরং যে শোগুলো হওয়ার কথা ছিল - সেগুলোও স্থগিত।”
ঈদের পর একটা বড় সময় ধরে ছুটি এবং বর্ষার কারণে আয়োজন বা কনসার্ট হয় না বলে তিনি আরও যোগ করেন, এরপর কনসার্টগুলো শুরু হয়।
কিন্তু করোনাভাইরাসের কারণে বদলে গেছে বাংলাদেশের চিরচেনা মুখ। কিন্তু তাতেও জয় হতাশ নন।
বরং তিনি মনে করেন, দেশের প্রয়োজনে - মানুষের কল্যাণে আর্থিক ক্ষতি হলেও তা মেনে নেওয়াই প্রয়োজন। কারণ সময়টাই একটা দুঃস্বপ্নের মতন।
জয় বলেন, “সবাই মিলে সাবধান হলে জীবনে অনেক শো করা যাবে। কিন্তু মঙ্গলের জন্য যদি দির্ঘদিন ঘরেও বসতে হয়- সেটাতে আমার আপত্তি নেই।”
গ্লিটজের সঙ্গে ছোট্ট আলাপের শেষে জয় বলেন, “আমরা শিল্পীরা আগেও এমন কঠিন সময় পার করেছে। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা- এর আগেও আমরা দেখেছি। তাই এখন সারাবিশ্বের ক্রান্তিকালে অস্থির না হয়ে ধৈর্য ধরে রাখাটাই ভলো হবে।”
প্রসঙ্গত ঘরে বসে নিজস্ব আঙিনায় সুর সঙ্গীতের কাজ করে যাচ্ছেন জয় শাহরিয়ার। নিজস্ব সঙ্গীত প্রতিষ্ঠানের ব্যানারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইউটিউবে অবমুক্ত হয়েছে তার আয়োজনে নতুন গান ‘বাংলাদেশ’।
ছবি : রাফি হক অন্তর
-
পরম-স্বস্তিকার বাম-কংগ্রেস রাজনীতি নিয়ে ‘শিবপুর’
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি