হইচই ও টেলিভিশনে জয়ার ‘কণ্ঠ’

ভারত ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার কলকাতার টিভি চ্যানেল স্টার জলসা ও ভিডিও কনটেন্টের ডিজিটাল প্লাটফর্ম হইচইয়ে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘কণ্ঠ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 05:47 AM
Updated : 5 April 2020, 05:47 AM

টালিগঞ্জের ছবিটি পরিচালনা করেছেন ‘বেলাশেষে’, ‘হামি’, ‘পোস্ত’, ‘প্রাক্তন’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্রের নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।

রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ও ভারতীয় সময় বিকাল সাড়ে ৪টায় স্টার জলসায় চলচ্চিত্রটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার ও একই দিনে হইচইয়ে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হবে বলে নিশ্চিত করেছেন জয়া।

গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর ৮ নভেম্বর সাফটা চুক্তির আওতায় ছবিটি আমদানি করে বাংলাদেশে মুক্তি দেয় ইমপ্রেস টেলিফিল্ম।

এতে একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া; তিনি ছাড়াও এতে একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি, তার স্ত্রীর চরিত্রে রয়েছেন পাওলি দাম।

করোনাভাইরাসের কারণে কোনো চলচ্চিত্রের শুটিং না থাকায় বাসাতেই বেশিরভাগ সময় কাটছে তার।

গত মাসের শেষের দিকে ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নিতে কলকাতায় যাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপের কারণে আর যাওয়া হয়নি তার।