ডিজে সোনিকা অনলাইনে নাচালেন সবাইকে

কোয়ারিন্টিনের সময়সীমা বেড়েছে বাংলাদেশে। বাতিল হয়েছে পহেলা বৈশাখের আয়োজনও। মন খারাপের এই সময়টাতে হঠাৎই মিউজিক বাজিয়ে সবাইকে আনন্দ দিলেন ডিজে সোনিকা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 07:04 AM
Updated : 1 April 2020, 07:04 AM

মার্জিয়া কবির সোনিকা, যিনি বাংলাদেশের প্রথম সারির একজন ডিজে হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত তিনিও বাসায় আছেন স্বইচ্ছায়।

করোনাভাইরাসের প্রকোপ থেকে নিজেকে এবং অন্যকে বাঁচাতে ঘরে আছেন সত্য। কিন্তু জানেন যে তার মতই অনেকে হয়তো বাসায় বসে  ভাবছেন কি করা যায়। তাই মঙ্গলবার রাতে তিনি হঠাৎই লাইভে এসে মিউজিক বাজানো শুরু করেন।

আর তাতেই সংযুক্ত হন অনেকেই।

এরমাঝে যেমন ছিলেন তার সহকর্মী- তেমনই ছিলেন তার বন্ধু বান্ধবেরা। হঠাৎ লাইভ মিউজিকে অনেকেই মনের অবষাদ ভুলে নিজের বাসাতেই নাচা শুরু করেন।

লাইভে সোনিকা বলেন, ‘আমি এসেছি আপনাদের নাচাতে, এবং নিজেও একটু নাচতে। বাসায় থাকুন, আমার সাথে সুরে সুরে নাচুন।’

সোনিকা আরও বলেন, ‘ভাগ্যিস বাসায় মিউজিক বাজানোর যন্ত্রটি ছিল।”

লাইভের মাঝে বারবার তিনি সবাইকে বাসায় থেকেই বিনোদনের নানা মাধ্যম খুঁজে নেওয়ার অনুরোধ করেন। এবং জানান আবার তিনি লাইভে এসে সবাইকে নাচাবেন।

তাকে উৎসাহ দিতে তখনই লাইভে আসেন আরেক শ্রোতাপ্রিয় শিল্পী - মিলা ইসলাম।

মিলা বলেন, “তুমি যা করছো খুব ভালো কাজ করছো। বাসায় বসে সবাইকে চাঙা করছো। তোমাকে নিয়ে আমরা গর্বিত।

উল্লেখ্য সোনিকা বুধবার রাতেও লাইভে আসবেন বলে কথা দিয়েছেন। লাইভ হচ্ছে তার ফেইসবুক একাউন্ট থেকে।

প্রসঙ্গত, মার্জিয়া কবির সোনিকা দেশের প্রথম নারী ডিজে হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। ডিজে হওয়ার পাশাপাশি তিনি নিজে গান করেছেন এবং উপস্থাপনাও করেছেন।